March 21, 2025 9:18 PM

printer

চীনের হোতান প্রিফেকচারে নতুন কিছু কাউন্টি তৈরি করতে কূটনৈতিক স্তরে সেদেশের প্রচেষ্টায় তীব্র আপত্তি জানিয়েছে ভারত।

চীনের হোতান প্রিফেকচারে নতুন কিছু কাউন্টি তৈরি করতে কূটনৈতিক স্তরে সেদেশের প্রচেষ্টায় তীব্র আপত্তি জানিয়েছে ভারত। প্রিফেকচার হল, চীনের প্রশাসনিক ক্ষেত্রের দ্বিতীয় স্তর, যেখানে প্রদেশের চেয়ে বড় ও কাউন্টির চেয়ে ছোট এলাকা অন্তর্ভুক্ত। লোকসভায় এক লিখিত প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন,  তথাকথিত  কাউন্টিগুলির বেশ কিছু অংশ ভারতের লাদাখের অন্তর্ভুক্ত। তিনি জোর দিয়ে বলেন যে, নতুন দিল্লি কখনো ঐ অঞ্চলে চীনের বেআইনী দখলদারি মেনে নেয়নি। সংশ্লিষ্ট অঞ্চলে ভারতের সার্বভৌমত্ব  নিয়ে দীর্ঘ দিনের এবং ধারাবাহিক অবস্থানে নতুন কাউন্টি তৈরির কোন প্রভাব পড়বে না এবং সেখানে চীনের বেআইনী ও জোর করে দখলদারিকে বৈধতা দেওয়া হবে না বলে মন্ত্রী জানান। শ্রী সিং বলেন, সীমান্ত এলাকায় চীন যেসব পরিকাঠামো গড়ে তুলছে, সরকার সবিষয়ে অবহিত রয়েছে। ভারতের নিরাপত্তার পক্ষে উদ্বেগের কারণ হতে পারে সেখানকার এমন ঘটনাবলী ওপর সরকার নিরন্তর নজর রাখছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে শ্রী সিং জানিয়েছেন। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।