August 30, 2025 2:00 PM

printer

চীনের হাংঝৌতে আগামী শুক্রবার থেকে শুরু হত চলা মহিলা এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে ভারতীয় মহিলা হকি দল আজ রওনা দিয়েছে।

চীনের হাংঝৌতে আগামী শুক্রবার থেকে শুরু হত চলা মহিলা এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে ভারতীয় মহিলা হকি দল আজ রওনা দিয়েছে। ২০ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন সালিমা তেতে। এই প্রতিযোগিতায় জয়লাভ করলে আগামী বছরে FIH মহিলা হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

উল্লেখ্য, ভারত ২০০৪ ও ২০১৭ সালে দুবার মহিলা এশিয়া কাপ হকি প্রতিযোগিতায় জয়লাভ করেছে।