চীনের হাংঝোতে অনুষ্ঠিত বি ডব্লিউ এফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস ব্যাডমিন্টনে, ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেঠির জুটি ব্রোঞ্জ পদক লাভ করেছে। গত রাতে সেমিফাইনালে তারা স্থানীয় জুটি লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চ্যাং-এর কাছে ১০-২১, ২১-১৭, ২১-১৩ স্কোরে হেরে যায়।
বি ডব্লিউ এফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের ইতিহাসে এটি ভারতের দ্বিতীয় পদক। এর আগে ২০১৮ সালে পিভি সিন্ধু মহিলাদের সিংগলসের খেতাব জিতে এই প্রতিযোগিতায় ভারতকে একমাত্র স্বর্ণপদক এনে দিয়েছিলেন।