চীনের হাংঝাউ-তে মহিলা এশীয় হকি কাপে ভারতের মহিলা দল তাদের সুপার ফোর ম্যাচে জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ভারতের পক্ষে একমাত্র গোলটি করেন বিউটি ডুমডুম। জাপানের হয়ে গোল করেন সিহো কোবায়া কাওয়া। আজকের ম্যাচের ফলাফলে ভারতের ফাইনালে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। চীন এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে খেলার ফলাফলের ওপর ভারতের ফাইনালে যাওয়া নির্ভর করছে।
Site Admin | September 13, 2025 10:00 PM
চীনের হাংঝাউ-তে মহিলা এশীয় হকি কাপে ভারতের মহিলা দল তাদের সুপার ফোর ম্যাচে জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।
