মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 25, 2025 8:56 AM

printer

চীনের ‘সাংহাই সহযোগিতা সংগঠন’-SCO র প্রতিরক্ষা মন্ত্রীদের উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

চীনের  কিংদাওয়ে আজ থেকে শুরু হতে চলা ‘সাংহাই সহযোগিতা সংগঠন’-SCO র প্রতিরক্ষা মন্ত্রীদের  উচ্চ পর্যায়ের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ।

দুদিনের এই সম্মেলনে SCO গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ বিরোধী কার্যকলাপ এবং প্রতিরক্ষা মন্ত্রীদের নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা জোরদারের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গী এবং সন্ত্রাসবাদ ও চরমপন্থা নির্মূল করতে সকলের নিরন্তর প্রয়াসের ওপর শ্রী সিং জোর দেবেন। বৈঠকের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী চীন এবং রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

২০০১ সালে ‘সাংহাই সহযোগিতা সংগঠন’-এর আন্তঃসরকারি সংস্থা হিসেবে প্রতিষ্ঠা হয়। ২০১৭ সাল থেকে ভারত এর পূর্ণ সময়ের সদস্য। ভারত ছাড়া SCO-তে রয়েছে কাজাগস্তান, চীন, কিরঘিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান এবং বেলারুশ।