ভারত ও চীন, চীনের মূল ভূখন্ড থেকে এ দেশে যত তাড়াতাড়ি সম্ভব সরাসরি বিমান সংযোগ চালু করার জন্যও সহমত হয়েছে। এ ছাড়া দু-পক্ষ, উড়ান পরিষেবা সংক্রান্ত চুক্তি ও পরিমার্জন করবে।
চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের মধ্যে নতুন দিল্লীতে এক দ্বিপাক্ষিক বৈঠকে দুটি দেশ এই সিদ্ধান্তে উপনীত হয়।
আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রতিবেশী এই দুই দেশের মধ্যে আলোচনা ছিল ইতিবাচক ও গঠন মূলক। দ্বিপাক্ষিক, আঞ্চলিক, আন্তর্জাতিক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয় বৈঠকে।
দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে এবং সামগ্রিক উন্নয়নে এই ভারত – চীন সীমান্ত এলাকায় শান্তি ও স্হিতিশীলতা বজায় রাখা যে গুরুত্বপূর্ণ সেকথাও পুনর্ব্যক্ত করা হয়েছে এবারের বৈঠকে। কৈলাশপর্বত ও মানস সরোবরে ভারতীয় তীর্থযাত্রীদের যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়েও সহমত হয়েছে দুটি দেশ। লিপু লেক, শিবকিলা ও নাথুলা গিরিপথ দিয়ে সীমান্ত-বাণিজ্য আবার শুরুর করার জন্যও দু-পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।
বিদেশমন্ত্রক সূত্রে জানা গেছে, উভয় পক্ষ কাজানে নেতাস্তরের বৈঠকে গুরুত্বপূর্ণ যে ঐকমত্য হয়, তার বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। ভারত – চীন সীমান্ত এলাকায় ২৩-তম প্রতিনিধি পর্যায়ে আলোচনার পর থেকে শান্তি ও স্হিতিশীলতা বজায় রাখা সম্ভবপর হয়েছে বলেও উভয় পক্ষ অভিমত ব্যক্ত করেছে ।
ভারত চীন জন সংযোগের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটির তৃতীয় বৈঠক আগামী বছর ভারতে হবে বলেও স্থির হয়েছে।
উল্লেখ্য, চীনা বিদেশ্ মন্ত্রীর দুদিনের সরকারী সফর আজ শেষ হচ্ছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে এই সফরে চীনের বিদেশমন্ত্রী, ভারত ও চীন সীমান্ত সমস্যা নিয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন শ্রী দোভালের সঙ্গে। বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।