January 5, 2026 11:28 AM

printer

চীনকে ছাপিয়ে ভারত বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে।

চীনকে ছাপিয়ে ভারত বিশ্বের বৃহত্তম ধান উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ভারতের ধান উৎপাদন চীনের ১৪৫ দশমিক ২৮ মিলিয়ন টনের তুলনায় ১৫০ দশমিক ১৮ মিলিয়ন টনে পৌঁছেছে। শ্রী চৌহান বলেন, ভারত এখন বিদেশের বাজারে চাল সরবরাহ করছে। তিনি দিল্লিতে গতকাল একটি অনুষ্ঠানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এর ২৫টি ফসলের ১৮৪টি উন্নত প্রজাতির বীজ এর ব্যবহারের সূচনা করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।