চিলির সান্তিয়াগোতে FIH মহিলা হকি জুনিয়র বিশ্বকাপে গতকাল ভারত নামিবিয়াকে ১৩-০ গোলে পরাজিত করে অভিযান শুরু করে। হিনা বানো এবং কণিকা সিওয়াচ হ্যাটট্রিক করেন, অন্যদিকে সাক্ষী রানা জোড়া গোল করেন। বিনিময়া ধন, সোনম, সাক্ষী শুক্লা, ঈশিকা এবং মনীষা প্রত্যেকে একটি করে গোল করেন। এই জয়ের মাধ্যমে ভারত টেবিলের শীর্ষে উঠে আসে।
জ্যোতি সিংয়ের নেতৃত্বে ভারতীয় দল পুল সি-তে জার্মানি, আয়ারল্যান্ড এবং নামিবিয়ার সঙ্গে ড্র করেছে।
এদিকে, গতকাল পুলের প্রথম ম্যাচে জার্মানিও আয়ারল্যান্ডের বিপক্ষে ৭-১ গোলে জয়লাভ করেছে।
ভারত আগামীকাল জার্মানির মুখোমুখি হবে।
প্রতিযোগিতায় এই প্রথম ২৪ টি দল অংশগ্রহণ করেছে। ছটি পুলে চারটি করে দলে ভাগ করে খেলা চলছে। গ্রুপ সি তে ভারত ছাড়া জার্মানি, আয়ারল্যান্ড এবং নামিবিয়া। ২০১৩ সালে ভারত এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয়।