চিলিতে আজ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। মূল লড়াই ক্ষমতাসীন বামপন্থী জোট এবং ডানপন্থী প্রার্থীদের মধ্যে। ক্রমবর্ধমান অপরাধের হার, অভিবাসন নীতি এবং বামপন্থী রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিকের কিছু নীতির প্রতি অসন্তোষ এই নির্বাচনে নির্ণায়ক ভূমিকা নিতে পারে। নির্বাচনে যদি কোনও প্রার্থী অর্ধেকের বেশি ভোট না পান, তবে চিলির আইন অনুসারে, দুই অগ্রণী প্রার্থী ১৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় নির্বাচনে যাবেন। মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। এদের মধ্যে এগিয়ে রয়েছেন তিনজন– অতি-রক্ষণশীল রাজনীতিবিদ জোসে আন্তোনিও কাস্ট, উদারপন্থী জোহানেস কাইজার এবং দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টির সদস্য জিনেত জারা।
Site Admin | November 16, 2025 10:57 AM
চিলিতে আজ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট নেওয়া হবে। মূল লড়াই ক্ষমতাসীন বামপন্থী জোট এবং ডানপন্থী প্রার্থীদের মধ্যে।