চিরাচরিত ওষুধকে আন্তর্জাতিক স্বাস্থ্য সুরক্ষা মানের সঙ্গে সংযুক্ত করতে ভারত ও বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু, এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন দিল্লীতে আয়ুষ মন্ত্রক ও হু আয়োজিত দু দিনের কারিগরী প্রকল্প বৈঠকে হেলথ ইন্টারভেনশনের আন্তর্জাতিক শ্রেণীবিভাগের অধীনে এ সংক্রান্ত কোড স্থির করতে আলোচনা হয়। আয়ুর্বেদ, সিদ্ধা এবং ইউনানি ব্যবস্থার জন্য আন্তর্জাতিক মডিউল তৈরী করতে চলতি বছরের মে মাসে দু পক্ষের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে বলেও জানা গেছে।