December 22, 2025 9:56 PM

printer

চিরাচরিত ওষুধকে আন্তর্জাতিক স্বাস্থ্য সুরক্ষা মানের সঙ্গে সংযুক্ত করতে ভারত ও বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু, এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে

চিরাচরিত ওষুধকে আন্তর্জাতিক স্বাস্থ্য সুরক্ষা মানের সঙ্গে সংযুক্ত করতে ভারত ও বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু, এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন দিল্লীতে আয়ুষ মন্ত্রক ও হু আয়োজিত দু দিনের কারিগরী প্রকল্প বৈঠকে হেলথ ইন্টারভেনশনের আন্তর্জাতিক শ্রেণীবিভাগের অধীনে এ সংক্রান্ত কোড স্থির করতে আলোচনা হয়। আয়ুর্বেদ, সিদ্ধা এবং ইউনানি ব্যবস্থার জন্য আন্তর্জাতিক মডিউল তৈরী করতে চলতি বছরের মে মাসে দু পক্ষের মধ্যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে বলেও জানা গেছে।  

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।