চিন তাদের পণ্যের ওপর ১০০ শতাংশ হারে শুল্ক ধার্য করার মার্কিন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে চিন দু’মুখো বলে অভিহিত করেছে। উল্লেখ্য, পয়লা নভেম্বর থেকে চিনা পণ্যের ওপর ১০০ শতাংশ হারে শুল্ক ধার্য করার কথা ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। চিন তাদের দেশ থেকে দুষ্প্রাপ্য খনিজ পদার্থ রপ্তানির ক্ষেত্রে নয়ুন করে নিয়ন্ত্রণ জারি করার সিদ্ধান্তের জবাবেই মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক ধার্য করার ঘোষণা করেছে। এদিকে, চিন বলেছে, তাদের দেশের নিয়মবিধি মেনেই দুষ্প্রাপ্য খনিজ রপ্তানির ওপর নিয়ন্ত্রণ জারি করেছে তারা। সেপ্টেম্বর মাস থেকে চিনের ওপর একাধিক অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে।
Site Admin | October 12, 2025 12:37 PM
চিন তাদের পণ্যের ওপর ১০০ শতাংশ হারে শুল্ক ধার্য করার মার্কিন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে