মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 22, 2025 11:34 AM

printer

চিনের উপর ১৫৫ শতাংশ হারে শুল্ক চাপানোর ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চিনের উপর ১৫৫ শতাংশ হারে শুল্ক চাপানোর ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ইচ্ছা প্রকাশ করা সত্ত্বেও ১ নভেম্বর থেকে এই নতুন শুল্ক হার চালু হবে বলে জানালেন তিনি। রাশিয়ার বৃহত্তম তেল আমদানিকারক হিসেবে চীনের ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বছরের পর বছর ধরে একতরফা বাণিজ্য অনুশীলনের চালিয়ে যাচ্ছিল চিন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর। তাই এই শুল্ক আরোপ করা প্রয়োজনীয় হয়ে পড়েছিল।  

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, অতীতের প্রশাসন চীনকে অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে শোষণ করার সুযোগ দিয়েছিল, তাই তাদের বিরুদ্ধে এখনই শক্তিশালী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। ট্রাম্প জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক উত্তোলনের হাতিয়ার হিসেবে এই শুল্ককে সমর্থন করেছেন এবং একই কৌশলের উপর ভিত্তি করে ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সফল চুক্তির কথাও উল্লেখ করেছেন।