June 11, 2025 6:29 PM

printer

চা বাগানের শুঁয়োপোকার উৎপাত বন্ধ করতে আলোর ফাঁদ ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের

চা বাগানের ‘লুপার ক্যাটার পিলার’ নামে সবুজ খাদক শুঁয়োপোকাদের উৎপাত বন্ধ করতে ‘লাইট ট্র‍্যাপিং’ অর্থাৎ ‘আলোর ফাঁদ’ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।  রাতে উজ্জ্বল আলোর নিচে আঠা মাখানো পাত্র নিয়ে চা বাগান প্রদক্ষিণ করবে গাড়ি। ইতিমধ্যে তরাই এলাকার বড় চা বাগানে ওই ফাঁদ ব্যবহার করে সুফল মিলেছে বলে দাবি বিশেষজ্ঞ মহলের। ডেঙ্গুয়াঝার চা বাগানের ম্যানেজার  সুবীর গাঙ্গুলি জানিয়েছেন, রোগ পোকার আক্রমণে চা বাগানের সবুজ পাতা নষ্ট হচ্ছে।  উজ্জ্বল আলো লুপার ক্যাটার পিলারকে আকৃষ্ট করে। তারপরই ফাঁদে আটকা পড়ে সেটি। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।