চার দিনের ভারত সফরে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনা আজ নতুন দিল্লী পৌঁছেছেন। বিমানবন্দরে অসামরিক উড়ান চলাচল প্রতিমন্ত্রী মুরলিধর মহল, রাষ্ট্রপতি উখনাকে স্বাগত জানান। তাঁর সঙ্গে থাকা প্রতিনিধিদল গার্ড অফ অনার গ্রহণ করেন। মঙ্গোলিয়ার রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন তাঁর মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বরিষ্ঠ আধিকারিক, বাণিজ্যিক নেতৃত্ব এবং সংস্কৃতি সমাজের এক প্রতিনিধিদল। সফরকালে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করবেন মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি। উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
Site Admin | October 13, 2025 9:48 PM
চার দিনের ভারত সফরে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উখনা আজ নতুন দিল্লী পৌঁছেছেন।