২০২৫ সালের চারধাম যাত্রার জন্য হেলিকপ্টার পরিষেবা আবার-ও শুরু করার অনুমোদন দিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মহানির্দেশকের দপ্তর, ডিজিসিএ। চারধাম পরিষেবার নিরাপত্তা বৃদ্ধির জন্য কৌশলগত ব্যবস্থা গুলি যথাযথভাবে যাচাই করেই বাস্তবায়িত হয়েছে।
অনুমতি দেওয়ার আগে সমস্ত হেলিপ্যাড, হেলিকপ্টার, অপারেটরদের প্রস্তুতি খতিয়ে দেখেন ডিজিসিএ কর্তৃপক্ষ। উত্তরাখণ্ডের উচ্চতা এবং প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মন্দিরগুলিতে তীর্থযাত্রীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে হেলিকপ্টার পরিষেবা পুনরায় শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ।