চারদিন ব্যাপী ছট পুজোর আজ তৃতীয় তথা প্রধানদিন, যা সন্ধ্যা অর্ঘ্য নামে পরিচিত। আজ সন্ধ্যা অর্ঘ্য অস্তগামী সূর্যকে উৎসর্গ করা হবে। সূর্য যে আলো, উষ্ণতা এবং শক্তি প্রদান করে এর মধ্য দিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। ভক্তবৃন্দ আজ ঠেকুয়া, আখ, ফল এবং প্রদীপের মতো ঐতিহ্যবাহী প্রসাদ বাঁশের তৈরি ঝুড়িতে নিয়ে নদীর তীরে বা জলাশয়ে সমবেত হবেন। তাঁরা জলে নেয়ে তাদের সন্তান এবং পরিবারের সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে অস্তগামী সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন।
বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ সহ দেশের নানা প্রান্তে বহু মানুষ এই উৎসবে মেতে উঠেছেন।
Site Admin | October 27, 2025 11:00 AM
চারদিন ব্যাপী ছট পুজোর আজ তৃতীয় তথা প্রধানদিন, যা সন্ধ্যা অর্ঘ্য নামে পরিচিত।