মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 26, 2025 9:35 AM

printer

চারদিন ব্যাপী ছট পুজোর আজ দ্বিতীয় দিন। কার্তিক মাসের শুক্ল পক্ষে সূর্য দেবের আরাধানার মধ্য দিয়ে ছট পুজো উদযাপন করা হয়।

চারদিন ব্যাপী ছট পুজোর আজ দ্বিতীয় দিন। কার্তিক মাসের শুক্ল পক্ষে সূর্য দেবের আরাধানার মধ্য দিয়ে ছট পুজো উদযাপন করা হয়। দ্বিতীয় দিনে আজ  ‘খারনা’ পালিত হচ্ছে। সন্ধ্যায় প্রসাদ গ্রহণের পর শুরু হবে ৩৬ ঘন্টার নিরম্বু উপবাস।

‘নাহায় খায়’ রীতির মধ্য দিয়ে গতকাল এই উৎসবের সূচনা  হয়েছে।

( ভক্তরা  পুণ্যস্নান সেরে পুজো নিবেদনের পর  গতকাল লাউ-এর তরকারি দিয়ে আড়োয়া চালের ভাত খান। )

এই উপলক্ষে গঙ্গা সহ শহরের বিভিন্ন নদ নদী ও জলাশয়ের ঘাটগুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি–KMDA, কলকাতায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে ৩৯ টি জলাশয়ে ঘাটের ব্যবস্থা করেছে।

কলকাতার দই ঘাট, তক্তা ঘাট, বাবুঘাট, বাজে কদমতলা সহ বিভিন্ন ঘাটে কলকাতা পুরসভার তরফ থেকে পুণ্যার্থীদের সুবিধায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোস ছট পুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এই উত্সব দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে।