মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 7, 2024 10:15 AM

printer

চারদিনের ওড়িশা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করবেন।

চারদিনের ওড়িশা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পুরীর রথযাত্রা প্রত্যক্ষ করবেন।
আগামীকাল ভুবনেশ্বরের ঐতিহাসিক উদয়গিরি ও খণ্ডগিরি গুহা পরিদর্শন এবং বিভূতি কানুনগো কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটস এবং উৎকল সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলবেন তিনি। হরিদামদা গ্রামে ব্রহ্মকুমারীদের ডিভাইন রিট্রিট সেন্টারের উদ্বোধনেরও কর্মসূচি রয়েছে তাঁর।
দিল্লি ফেরার আগে মঙ্গলবার ভুবনেশ্বরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ- নাইজারের ত্রয়োদশ সমাবর্তন অনুষ্ঠানে শ্রীমতি মুর্মু যোগ দেবেন।