চায়না মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের পি ভি সিন্ধু মহিলাদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন । আজ শেনঝেনে থাইল্যান্ডের পার্ণপাউই চোচুওং-কে ২১–১৫, ২১–১৫ গেমে পরাজিত করেন সিন্ধু।
অন্যদিকে পুরুষদের ডাবলসে ভারতের সাত্বিক সাইরাজ রংকি রেড্ডি–চিরাগ শেট্টি জুটি কোয়ার্টার ফাইনালে তাইওয়ানের চিউ সিয়াং চিহ-ওয়াং চি লিনের মুখোমুখি হয়েছেন।
Site Admin | September 18, 2025 7:13 PM
চায়না মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের পি ভি সিন্ধু মহিলাদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন ।