মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 11, 2025 8:33 PM

printer

চাকরী হারাদের সঙ্গে বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আইনী পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে।

আইনের পরামর্শ নিয়ে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করা হতে পারে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। আজ বিকাশ ভবনে যোগ্য শিক্ষক ও শিক্ষা কর্মী অধিকার মঞ্চের ১৩ জনের প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শিক্ষামন্ত্রী। আড়াই ঘন্টার বেশি বৈঠক চলে।পরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, তালিকা প্রকাশের জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে।

অন্যদিকে, বৈঠকে নিজেদের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন চাকরি হারানো শিক্ষকরা। বৈঠক শেষে বেরিয়ে প্রতিনিধিদলের আহ্বায়ক মেহবুব মন্ডল বলেন, এখনই তাঁরা স্বস্তি পেয়েছেন বলা যাবে না। যতদিন না সুপ্রিম কোর্ট থেকে তারা ন্যায় বিচার পাচ্ছেন ততদিন আন্দোলনের রাস্তাতেই থাকবেন বলে জানিয়েছেন চাকরি হারানো শিক্ষকরা। প্রতিনিধি দলের তরফেও জানানো হয়, যে আগামী সোমবার ২১ তারিখের মধ্যে যোগ্য অযোগ্যের তালিকা SSC প্রকাশ করবে বলে তাঁদের জানানো হয়েছে।

অন্যদিকে কসবার ঘটনায় বহিরাগতদের যোগ আছে বলে কলকাতা পুলিশ যে দাবি করেছে তা খারিজ করে দিয়েছেন যোগ্য শিক্ষকরা। মেহবুবের দাবি, তারা সংযতভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সরকারি সম্পত্তিতে হাত দেননি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।