July 3, 2025 9:10 AM

printer

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অনশন কর্মসূচিতে আজ যোগ দেবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।

চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অনশন কর্মসূচিতে আজ যোগ দেবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি ফেরানো, নিয়োগ পরীক্ষার আবেদনের দিন পিছিয়ে দেওয়া, ২২ লক্ষ ওএমআর সিটের মিরর ইমেজ প্রকাশ করা সহ একাধিক দাবিতে বিকাশ ভবনের সামনে অবস্থান ও অনশন চালিয়ে যাচ্ছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। তাঁদের সমর্থনে বিশিষ্ট ব্যক্তিরা প্রতীকী অনশন কর্মসূচিতে শামিল হবেন বলে জানিয়েছেন যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের আহবায়ক মেহবুব মন্ডল। পাশাপাশি আজ সন্ধ্যায় মশাল মিছিলেরও ডাক দিয়েছেন তাঁরা।