চাকরির মিথ্যা প্রলোভনে পা দিয়ে মায়ানমারে গিয়ে সাইবার অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া ২৭ জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গতকাল দিল্লিতে পৌঁছনোর পর তাঁরা নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এদেরকে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মায়ানমার সীমান্তে পাচার করা হয়েছিল। সেখানে তাদের শারীরিক নির্যাতন করে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কার্যকলাপে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়।
Site Admin | January 11, 2026 11:05 AM
চাকরির মিথ্যা প্রলোভনে পা দিয়ে মায়ানমারে গিয়ে সাইবার অপরাধমূলক কাজে জড়িয়ে পড়া ২৭ জন ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।