মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 25, 2025 10:06 PM

printer

চাকরিতে পুনর্বহালের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের দপ্তরে আজ ডেপুটেশন দিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষিকাদের একাংশ

চাকরিতে পুনর্বহালের দাবিতে কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবনের দপ্তরে আজ ডেপুটেশন দিয়েছেন সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারানো শিক্ষিকাদের একাংশ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে চেয়ে কালীঘাটে গেলে পুলিশ প্রথমে তাঁদের কালীঘাট থানায় নিয়ে যায়। তাঁদের মধ্যে কয়েকজন মুখ্যমন্ত্রীর দফতরে গিয়ে ডেপুটেশন জমা দেন। তাঁদের তরফে শতাব্দী সরকার জানান, ডেপুটেশন ছাড়াও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আবেদন জানিয়ে একটি চিঠিও দেওয়া হয়েছে।

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত যোগ্যদের তালিকায় নাম নেই এই শিক্ষিকাদের।

 এদিকে, চাকরিহারানো শিক্ষকদের সঙ্গে তিনি আলোচনায় বসতে রাজি বলে আজ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আন্দোলনরত চাকরিহারাদের একাংশ শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়ে চিঠি দিয়েছিল। সোমবারের মধ্যে সরকারের তরফে কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। আজ শিক্ষামন্ত্রী বলেন, সরকার সর্বতোভাবে চাকরিহারানো শিক্ষকদের সহযোগিতা করতে চাইছে। আগামীকাল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে। তাঁরা কী নিয়ে আলোচনায় বসতে চান, তা জানিয়ে সঠিকভাবে চিঠি দেওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।