চাঁদের উপর সূর্যের করোনাল মাস ইজেকশন-CME-এর প্রভাব এই প্রথম চন্দ্রযান-২ পর্যবেক্ষণ করেছে বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা-ISRO জানিয়েছে। চাঁদের হালকা বাতাস বা লুনার এক্সোস্পিয়ার এবং এর পৃষ্ঠের উপর মহাকাশের আবহাওয়ার প্রভাব অনুধাবন করতে এই পর্যবেক্ষন সহায়ক হবে।
GSLV-MkIII-M1 রকেট ব্যবহার করে শ্রীহরিকোটা থেকে ২০১৯ এর ২২শে জুলাই চন্দ্রযান-২ উৎক্ষেপণ করা হয়। এর মধ্যে রয়েছে আটটি পরীক্ষামূলক পেলোড। ঐ বছর ২০শে আগস্ট চন্দ্রযান-2 সফলভাবে চাঁদের উপবৃত্তাকার কক্ষপথে প্রবেশ করে।