চলতি বর্ষার মরশুমে জুন মাস থেকে আজ পর্যন্ত রাজ্যে সব থেকে বেশি রেকর্ড পরিমাণ ১ হাজার ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলায়, যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। এছাড়াও কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই সাতটি জেলায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হয়েছে। বাকি ১০টি জেলায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিক।
Site Admin | August 6, 2025 9:04 PM
চলতি বর্ষার মরশুমে জুন মাস থেকে আজ পর্যন্ত রাজ্যে সব থেকে বেশি রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলায়।
