মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 2, 2024 5:57 PM

printer

চলতি বছরে এখনো পর্যন্ত ৩২ হাজারের বেশী ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন

চলতি বছরে এখনো পর্যন্ত  ৩২ হাজারের বেশী ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গেছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন। লোকসভায় এক লিখিত জবাবে তিনি বলেন, গত বছর একই সময়ে ১৮ হাজার ৩শো ৯১ জন মশাবাহিত এই রোগে সংক্রমিত হয়েছিলেন। তিনি বলেন, দেশে ডেঙ্গু সংক্রমণ রোধে সরকার এবং সংশ্লিষ্ট নানা সংস্থা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছে।

এদিকে, গত ৩০ শে জুন পর্যন্ত সারা দেশে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে ৩৪ হাজারের বেশী আয়ুষ্মান কার্ড তৈরী হয়েছে। অপর এক জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় রাজধানী দিল্লী, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা বাদে ৩৩ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু রয়েছে। দেশের ২৯ হাজার তালিকাভুক্ত হাসপাতালে যোগ্য উপভোক্তারা হাসপাতালের খরচ বাবদ প্রতি বছর পরিবারপিছু ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পেতে পারেন বলে তিনি জানান।