চলতি বছরের শীতের মরসুমের জন্য উত্তরাখণ্ডের চারটি পবিত্র মন্দিরের দ্বার বন্ধের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। গঙ্গোত্রী ধামের দ্বার ২২ অক্টোবর, যমুনোত্রী ধামের দ্বার ২৩ অক্টোবর বন্ধ হবে। কেদারনাথ ধামের দ্বারও ওই একই দিনে (২৩ অক্টোবর) এবং বদ্রীনাথ মন্দিরের দ্বার ২৫ নভেম্বর বন্ধ হবে।
এদিকে, দ্বিতীয় কেদার বলে পরিচিত মদমহেশ্বরের দ্বার ১৮ নভেম্বর ব্রহ্ম মুহুর্তে আর তৃতীয় কেদার হিসেবে খ্যাত তুঙ্গনাথের দ্বার ৬ নভেম্বর শীতের মরসুমের জন্য বন্ধ হবে।
Site Admin | October 2, 2025 9:49 PM
চলতি বছরের শীতের মরসুমের জন্য উত্তরাখণ্ডের চারটি পবিত্র মন্দিরের দ্বার বন্ধের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।