December 11, 2025 9:40 PM

printer

চলতি বছরের জানুয়ারী থেকে রেল টিকিট বুকিং–এর জন্য ব্যবহৃত ৩ কোটিরও বেশী সন্দেহজনক ব্যবহারকারীর আই ডি অ্যাকাউন্ট সরকার নিস্ক্রিয় করেছে

সরকার জানিয়েছে, চলতি বছরের জানুয়ারী থেকে রেল টিকিট বুকিং–এর জন্য ব্যবহৃত তিন কোটিরও বেশী সন্দেহজনক ব্যবহারকারীর আই ডি অ্যাকাউন্ট নিস্ক্রিয় করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ আজ লোকসভায় এই তথ্য জানিয়ে বলেন, ভারতীয় রেলের রিজার্ভেশন টিকিট বুকিং সিস্টেম একটি শক্তিশালী এবং অত্যন্ত সুরক্ষিত প্ল্যাটফর্ম। এখানে অত্যাধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। জনসাধারণের সুবিধার্থে তৎকাল টিকিটের ক্ষেত্রে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। চালু হয়েছে আধারভিত্তিক ও টি পি যাচাই করণ প্রক্রিয়া। ইতিমধ্যেই ৩২২ টি ট্রেনে এই ব্যবস্থা কার্যকর হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।