চলতি বছরের কৈলাস মানস সরোবর যাত্রার প্রথম দলটি গতকাল উত্তরাখণ্ডের পিথোরাগড়ে পৌঁছেছে। কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমের অতিথিভবনে সেনাবাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা তীর্থযাত্রীদের ফুলের মালা দিয়ে স্বাগত জানিয়েছেন। ঐতিহ্যবাহী চোলিয়া নৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তীর্থযাত্রীদের ওই অঞ্চলের সমৃদ্ধ লোক-সংস্কৃতির নিদর্শন দেখানো হয়।
তীর্থযাত্রীদের প্রথম দলটিতে পশ্চিমবঙ্গ, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য থেকে ৪৫ জন রয়েছেন। তাঁদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৩ জন মহিলা।
উল্লেখ্য, ভারতীয় ভূখণ্ডের মধ্যে তীর্থযাত্রীদের সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা করছে কুমায়ুন মণ্ডল বিকাশ নিগম। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ লিপুলেখ পাস পর্যন্ত তীর্থযাত্রীদের সঙ্গে থাকবে। প্রথম দলের লিয়াজোঁ অফিসার সঞ্জয় গুঞ্জিয়াল জানিয়েছেন, প্রথমবারের মতো, একজন ডাক্তার এবং একজন রাঁধুনি সহ পাঁচ সদস্যের একটি দল পুরো ১৮ দিনের যাত্রায় তীর্থযাত্রীদের সঙ্গে ভ্রমণ করবে।