চলতি বছরের আগস্ট মাসে ১৫ বছর এবং তার বেশি বয়সী পুরুষদের মধ্যে বেকারত্বের হার পাঁচ শতাংশ কমেছে। শ্রমশক্তির পর্যায়ক্রমিক সমীক্ষায় জানা গেছে, গ্রামীণ এলাকায় পুরুষদের মধ্যে বেকারত্বের হারও আগস্টে সাড়ে চার শতাংশে নেমে এসেছে।
পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ন মন্ত্রক জানিয়েছে, মহিলাদের মধ্যে কর্মসংস্থানের অনুপাত পরপর দুমাসে বৃদ্ধি পেয়ে আগস্টে ৩২ শতাংশ হয়েছে। জুন মাসে যা ছিল ৩০ শতাংশ। শহর এবং গ্রামে উভয় স্থানেই বৃদ্ধি পেয়েছে মহিলাদের কর্মসংস্থানের হার।