মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 20, 2025 3:49 PM

printer

চলতি গ্রীষ্মের মরশুমে পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে রাজ্য সরকার প্রত্যেক ব্লকে কুইক রেসপন্স টিম তৈরি করার নির্দেশ দিয়েছে।

চলতি গ্রীষ্মের মরশুমে পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানে রাজ্য সরকার প্রত্যেক ব্লকে কুইক রেসপন্স টিম তৈরি করার নির্দেশ দিয়েছে। কোথাও জল সরবরাহে বিঘ্ন হওয়ার খবর আসলেই ব্লক স্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অপারেটরদের নিয়ে গঠিত এই টিম দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করবে বলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গিয়েছে।
বাঁকুড়া, বীরভূম,পুরুলিয়ার মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলির উপরে বাড়তি নজর দেওয়ার কথা বলা হয়েছে। এইসব জেলাগুলিতে ভূগর্ভস্থ জল পাম্পের মাধ্যমে তোলার সময় ১৬ ঘণ্টা থেকে বাড়িয়ে বাইশ ঘন্টা করার কথা বলা হয়েছে। এছাড়াও পানীয় জল পেতে কোনও সমস্যা হলে তা জানানোর জন্য একটি হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যার নম্বর ৮৯০২০৬৬৬৬৬।