চলতি উৎসবের মরসুমে রাজ্য সরকার , কালীপুজো, দীপাবলি এবং ছট পুজো উপলক্ষে রেশনে অতিরিক্ত সামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অন্ত্যদ্যয় অন্ন যোজনার অধীনে এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবারকে ভর্তুকি মূল্যে ৩০ টাকা কেজি দরে এক কিলো ময়দা এবং ৩২ টাকা কেজি দরে এক কিলো চিনি দেওয়া হবে।
খাদ্য সরবরাহ দপ্তরের তরফে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
 
									