চলতি আর্থিক বছরে ৩৯ লক্ষ নতুন গ্রাহককে সংযুক্ত করে অটল পেনশন যোজনা এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে। এই যোজনায় মোট গ্রাহকের সংখ্যা ৮ কোটি ছাড়িয়েছে। কেন্দ্রের পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ PFRDA পরিচালিত এই সামাজিক সুরক্ষা প্রকল্পের এটি দশম বার্ষিকী। ২০১৫-র ৯-ই মে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, দরিদ্র ও পিছিয়ে পড়া শ্রেণীর সুবিধার্থে চালু হয় এই পেনশন প্রকল্প।
Site Admin | July 26, 2025 11:40 AM
চলতি আর্থিক বছরে ৩৯ লক্ষ নতুন গ্রাহককে সংযুক্ত করে অটল পেনশন যোজনা এক উল্লেখযোগ্য মাইলফলক স্পর্শ করেছে
