চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতের মোট রপ্তানি, পণ্য ও পরিষেবা মিলিয়ে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশেরও বেশি বেড়ে ৪৯ হাজার ১৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। বাণিজ্য মন্ত্রক এক অস্থায়ী তথ্য প্রকাশ করে জানিয়েছে, পণ্য রপ্তানি ০ দশমিক ৬/২ শতাংশ বৃদ্ধি পেয়েছে যেখানে আমদানি ৬ দশমিক ৩/৭ শতাংশ বেড়েছে। পেট্রোলিয়াম বহির্ভূত রপ্তানির ধারাবাহিকভাবে বাড়ার ফলে এই হার বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের প্রথম সাত মাসে, পেট্রোলিয়াম বহির্ভূত রপ্তানির মূল্য ২১ হাজার ৯৯০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা ৩ দশমিক ৯/২ শতাংশ বেড়েছে। একই সময়ে মোট আমদানি প্রায় ৫৭ হাজার কোটি মার্কিন ডলার হতে পারে বলে ওই রিপোর্টে প্রকাশ করা হয়েছে।
Site Admin | November 18, 2025 12:14 PM
চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতের মোট রপ্তানি, পণ্য ও পরিষেবা মিলিয়ে, গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮ শতাংশেরও বেশি বেড়ে ৪৯ হাজার ১৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে