মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 21, 2025 11:28 AM

printer

চলতি অর্থবছরের প্রথম ত্রৈ মাসিকে ভারতের ইলেকট্রনিক্স রপ্তানি ৪৭ শতাংশ বেড়ে ১২ দশমিক ৪/১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।  

চলতি অর্থবছরের প্রথম ত্রৈ মাসিকে ভারতের ইলেকট্রনিক্স রপ্তানি ৪৭ শতাংশ বেড়ে ১২ দশমিক ৪/১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।  

আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন যে বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুসারে, এপ্রিল-জুন ত্রৈ মাসিকে ভারত ইলেকট্রনিক্স পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমীরহশাহি, এবং চীনে রপ্তানি করেছে । দেশের ইলেকট্রনিক রপ্তানির জন্য নেদারল্যান্ডস এবং জার্মানি হল অন্যান্য প্রধান রপ্তানি গন্তব্য।

মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের বৃহত্তম রপ্তানি বাণিজ্য বাজার। এর পরিমাণ ৬০ দশমিক ১/৭ শতাংশ। ভারতের তৈরি পোশাকের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রই প্রধান রপ্তানি গন্তব্য।

এর পরেই সংযুক্ত আরব আমিরশাহী, এখানে ভারতের মোট রপ্তানি বাণিজ্যের হার ৮ দশমিক ০/৯ শতাংশ। এরপরে চীনে ৩ দশমিক ৮/৮ শতাংশ।  

চলতি অর্থবছরের এপ্রিল-জুন মাসে ত্রৈ মাসিকে পোশাক রপ্তানি বেড়ে ৪ দশমিক ১/৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত অর্থবছরের এই সময়ে এর পরিমাণ ছিল ৩ দশমিক ৮/৫ বিলিয়ন ডলার।