মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 5, 2025 6:29 PM

printer

চট্টগ্রামের আদালত বাংলাদেশ ইস্কনের প্রাক্তন সদস্য, জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এক আইনজীবীর হত্যা মামলায় পুনরায় গ্রেফতারের নির্দেশ দিয়েছে

বাংলাদেশের চট্টগ্রামের আদালত বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং ইস্কনের প্রাক্তন সদস্য বর্তমানে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এক আইনজীবীর হত্যা মামলায় পুনরায় গ্রেফতারের নির্দেশ দিয়েছে। হত্যা মামলার তদন্তকারী আধিকারিকের জমা দেওয়া পিটিশনের ভিত্তিতে চট্টগ্রাম দায়রা আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন। চিন্ময়কৃষ্ণ দাসকে আদালতের সামনে ভার্চুয়ালি উপস্হিত করা হয়। তবে, শুনানির সময় তাঁর হয়ে কোন আইনজীবী সওয়াল করেননি।

উল্লেখ্য, দেশদ্রোহিতার মামলায় ৫ মাস ধরে চিন্ময়কৃষ্ণ দাস জেলে বন্দি রয়েছেন। ২০২৪ সালের ২৫শে নভেম্বর তাঁকে ঢাকায় গ্রেফতার করা হয়। গত ৩০শে এপ্রিল হাইকোর্ট তাঁকে জামিনে মুক্তি দেয়। সেদিনই এই রায়ের বিরুদ্ধে স্হগিতাদেশ চেয়ে চেম্বার কোর্টে আবেদন করা হলে, চেম্বার জাজ বিচারপতি মহম্মদ রেজাউল হক ওই জামিনের ওপর স্হগিতাদেশ জারি করে।