December 21, 2025 10:16 AM

printer

‘ঘোস্টপেয়ারিং’ নামে একটি সাইবার প্রচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সতর্কতা জারী করেছে।

‘ঘোস্টপেয়ারিং’ নামে একটি সাইবার প্রচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে বলে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক সতর্কতা জারী করেছে।  মন্ত্রক জানিয়েছে যে, হ্যাকাররা অথেন্টিকেশন ছাড়াই পেয়ারিং কোড ব্যবহার করে হোয়াটসঅ্যাপের ডিভাইস-লিঙ্কিং ফিচারটির অপব্যবহার করছে।

মন্ত্রক আরো জানিয়েছে, সাধারণত একজন বিশ্বস্ত পরিচিত ব্যক্তির নম্বর থেকে হ্যাকাররা ‘হাই, এই ছবিটি দেখুন’—এই ধরণের একটি বার্তা পাঠায়।  বার্তাটিতে ফেসবুকের মতো প্রিভিউসহ একটি লিঙ্ক থাকে, যা ব্যবহারকারীকে ফোন নম্বরের মাধ্যমে একটি যাচাইকরণ প্রক্রিয়ার দিকে নিয়ে যায়। এর ফলে হ্যাকাররা কোনো পাসওয়ার্ড চুরি বা সিম সোয়াপিং ছাড়াই ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সম্পূর্ণ প্রবেশাধিকার পেয়ে যায় বলে মন্ত্রক  উল্লেখ করেছে।

এজন্য মন্ত্রক নাগরিকদের সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করতে এবং বাইরের কোনো সাইটে তাদের ফোন নম্বর না দিতে অনুরোধ করেছে।  হোয়াটসঅ্যাপে লিঙ্কড ডিভাইসের সেটিংস নিয়মিত পরীক্ষা করে এই ধরনের ফাঁদে পা না দেবার পরামর্শ দিয়েছে মন্ত্রক।