November 30, 2025 10:06 PM

printer

ঘূর্নিঝড় দিতওয়া, ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে থাকা ঘূর্নিঝড় দিতওয়া, ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। চেন্নাই, কুদ্দালোর, নাগাপত্তিনম, এন্নোর, কাট্টুপল্লি, পুদুচেরি এবং করাইকল বন্দর এলাকায় ৫ নম্বর সতর্কতা জারি করা হয়েছে। পামবান এবং থুথুকুড়িতে জারি হয়েছে ৪ নম্বর সতর্কতা। চেন্নাইয়ের বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।  

      এদিকে, দিতওয়ার তাণ্ডবে শ্রীলঙ্কায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।  তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি বলেছেন, তামিলনাড়ু থেকে পর্যটকদের বাড়ি ফেরাতে প্রশাসন সক্রিয়।  

     অন্যদিকে, শ্রীলঙ্কার দুর্যোগ কোটমালে অঞ্চল থেকে ৪৫ জনকে উদ্ধার করেছে ভারতীয় বিমান বাহিনী। এদের মধ্যে ১২ জন ভারতীয় নাগরিক। ত্রাণ ও উদ্ধার কাজে ভারতীয় বিমান বাহিনী পূর্ন সহযোগিতা করছে। ভারতের জরুরীকালীন স্বাস্থ্য ইউনিট ভীষ্ম ক্যাপসুল এবং বিশেষজ্ঞ চিকিৎসকের দলও মোতায়েন করা হয়েছে সেখানে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।