ঘূর্ণিঝড় মন্থা স্থলভাগ অতিক্রম করার পর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সহ সংশ্লিষ্ট রেলের আধিকারিকদের সঙ্গে ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার বিষয়ে কথা বলেছেন।
সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মন্থা-র প্রেক্ষিতে ডিভিশনাল, জোনাল ও বোর্ড পর্যায়ের ‘ওয়ার রুম’গুলিকে সক্রিয় করা হয়েছে এবং পূর্বাচঞ্চলীয় উপকূল ডিভিশনে প্রয়োজনীয় সামগ্রী মজুত করা হয়েছে। তিনি বলেন, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম, গুন্টুরে থাকা রেলের বিভিন্ন দলকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং ট্রেন চলাচল যাতে তেমনভাবে ব্যাহত না হয়, সেই বিষয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।