December 2, 2025 5:33 PM

printer

ঘূর্ণিঝড় দ্বিতওয়াহ-র তান্ডবে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১০

ঘূর্ণিঝড় দ্বিতওয়াহ-র তান্ডবে লণ্ডভন্ড শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১০। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৩৩৬ জন। এই বিপর্যয়ে ২৫টি জেলার ১০ লক্ষ ৪০ হাজারের বেশী মানুষ ক্ষতিগ্রস্ত। সর্বাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে ক্যান্ডি থেকে। সেখানে মৃতের সংখ্যা ৮৮। এরপরই বাদাউল্লায় ৮৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, অপারেশন সাগর বন্ধুর অধীনে ভারত, সেদেশে মানবিক সহায়তা পাঠাবার কাজ আরো জোরদার করেছে। ২ হাজার এজি ত্রাণ সাহায্য পাঠানো হয়েছে মান্দারাম নুওয়ারাতে। উদ্ধার করা  হয়েছে ১৭ জনকে।

এদিকে, অপারেশন সাগর বন্ধুর আওতায় ভারতীয় সেনার একটি বিশেষ দলে মোতায়েন করা হয়েছে শ্রীলঙ্কায়।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।