ঘূর্ণিঝড় দিতওয়াহ-র তান্ডবে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে। নিরপর্যয় মোকাবিলা কেন্দ্র জানিয়েছে, ভয়াবহ বন্যা ও ভূমিধ্বসের কারণে এখনো পর্যন্ত ৪শো৭৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৩শো ৫৬ জন। সবথেকে ক্ষতিগ্রস্ত ক্যান্ডিতে মৃতের সংখ্যা ১শো ১৮ ছাড়িয়েছে।
এদিকে, অপারেশন সাগর বন্ধুর অধীনে ভারত, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ত্রাণ কাজের জন্য আকাশ, সমূদ্র এবং স্থলপথে সহায়তা পাঠানো হচ্ছে। ত্রিকোনমালিতে আই এন এস সুকন্যায় পাঠানো ত্রাণ সামগ্রী, শ্রীলঙ্কার বায়ু সেনা আকাশপথে তুলে নিয়ে গিয়ে দেশের পূর্বাঞ্চলে বিতরণের ব্যবস্থা করেছে। পুত্তালামে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে সহযোগিতায় ভারত, আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে হাত লাগিয়েছে। উদ্ধার করা হয়েছে ৮শো জনকে।
গতকাল, বায়ুসেনার হেলিকপ্টারে সাড়ে ৫ টনের বেশী ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ভারত।