ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় দেশের উত্তরের রাজ্যগুলিতে আজও ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। রেলওয়ের দিল্লি ডিভিশন জানিয়েছে, দিল্লিগামী ৫০টিরও বেশি ট্রেন দেরিতে চলছে।
খারাপ আবহাওয়ার কারণে বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে। দিল্লি বিমানবন্দর জানিয়েছে, আজ ১৪৮টি উড়ান বাতিল করা হয়েছে।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, বিমান সংস্থাগুলিকে যাত্রী পরিষেবার নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে। বিমানের পরিবর্তিত সময়সূচী যাত্রীদের নিয়মিতভাবে জানানো এবং বিমান বাতিল হলে বুকিং-এর অর্থ ফেরত দিতেও বলা হয়েছে। মন্ত্রক, যাত্রীদেরও সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইটে সর্বশেষ আপডেট দেখে নিয়ে, হাতে অতিরিক্ত সময় রেখে, বিমানবন্দরে পৌঁছতে পরামর্শ দিয়েছে।