ঘন কুয়াশায় উত্তর ভারতের বেশ কিছু এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান ও ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। রেলের দিল্লি ডিভিশন জানিয়েছে, দিল্লিগামী প্রায় ১৮টি ট্রেন তিন ঘণ্টারও বেশি দেরিতে চলছে। এদিকে, দিল্লি বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে আজ ৬৪টি উড়ান বাতিল করা হয়েছে।
এদিকে, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক একটি পরামর্শ জারি ক’রে যাত্রীদের বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখতে বলেছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেটসহ বিভিন্ন বিমান সংস্থা যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের উড়ানের অবস্থা দেখে নিতে পরামর্শ দিয়েছে। যাত্রীদের বিমানবন্দর পৌঁছানো এবং চেক-ইন পদ্ধতির জন্য অতিরিক্ত সময় হাতে রাখতে এবং সেই অনুযায়ী তাদের ভ্রমণের পরিকল্পনা করতেও বলেছে মন্ত্রক।