ঘন কুয়াশার জেরে দিল্লি বিমানবন্দরে উড়ান চলাচল বর্তমানে ক্যাটেগরি থ্রি অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে। ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কমে গেলে বিমানবন্দর কর্তৃপক্ষ এই ক্যাটেগরির ব্যবহার করে থাকে। দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান চলাচলে বিলম্ব ও উড়ান বাতিলও হতে পারে। যাত্রীদের যাত্রা সুষ্ঠু করতে বিমানবন্দরের গ্রাউন্ড স্টাফ সহায়তা করছেন। এর পাশাপাশি বিমান চলাচল সংক্রান্ত শেষ মুহূর্তের খবর দেখার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে। এক নির্দেশিকায় বিমানবন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যাত্রীদের সংযোগ রক্ষা করে চলতে বলেছে।
Site Admin | December 15, 2025 6:13 PM
ঘন কুয়াশার জেরে দিল্লি বিমানবন্দরে উড়ান চলাচল বর্তমানে ক্যাটেগরি থ্রি অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে