মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 7, 2025 9:11 AM

printer

গ্লোবাল ট্রেড রিসার্চ ইন্সটিটিউট -GTRI, ভারতীয় আমদানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছে।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইন্সটিটিউট -GTRI, ভারতীয় আমদানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছে। মস্কোর সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাওয়া দেশগুলির প্রতি ওয়াশিংটনের এই দৃষ্টিভঙ্গির তারা সমালোচনা করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় পণ্যের উপর নতুন আরো ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণার পর জি টি আর আই এই বিবৃতি দেয়।

বিবৃতিতে আরো বয়লা হয়েছে চীন ২০২৪ সালে ৬২ দশমিক ৬ বিলিয়ন ডলার মূল্যের তেল রাশিয়া থেকে আমদানি করেছে। এটি ভারতের চেয়ে ৫২ দশমিক ৭ বিলিয়ন ডলারেরও বেশি। তা সত্ত্বেও, বেইজিং কোনও শাস্তিমূলক শুল্কের সম্মুখীন হয়নি। ইন্সটিটিউট আরও উল্লেখ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৪ সালে রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের ৩৯ দশমিক ১ বিলিয়ন ডলারের আমদানিকেও উপেক্ষা করেছে। এর মধ্যে ২৫ দশমিক ২ বিলিয়ন ডলার মূল্যের তেলও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই একই সময়ে রাশিয়া থেকে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে বলেও ঐ বিবৃতিতে বয়লা হয়েছে।