মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 6, 2025 12:12 PM

printer

গ্রেনেড হামলার সূত্রে জাতীয় তদন্ত সংস্থা NIA পাঞ্জাবের ১৯ টি জায়গায় তল্লাশি চালিয়েছে।

গ্রেনেড হামলার সূত্রে জাতীয় তদন্ত সংস্থা NIA পাঞ্জাবের ১৯ টি জায়গায় তল্লাশি চালিয়েছে। গতকাল সীমান্ত জেলা অমৃতসর, গুরদাসপুর ও বাতালায় তল্লাশী অভিযান চালানো সময় এনআইয়ের বিভিন্ন দল বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র মোবাইল ফোন ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করেছে।

এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে বিদেশ হ্যান্ডলারদের মদতপুষ্ট জঙ্গিরা অমৃতসরের শের শাহ রোডে ঠাকুর দোয়রা সনাতন মন্দিরে গ্রেনেড নিক্ষেপ করেছিল ।তদন্তে জানা গেছে এই হামলার পেছনে ছিল অভিযুক্ত গুরসিডক সিং ও বিশাল গিল।।মৃত গুরসিডক সিং এর সঙ্গে বিদেশি হ্যান্ডলারদের যোগাযোগ ছিল যারা জনগণের মধ্যে সন্ত্রাস ও ষড়যন্ত্রের বীজ বোনার জন্য ভারতীয়দের  নিয়োগ করত।এন আই এ জানিয়েছে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পক্ষে বিপদজনক এ ধরনের সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে তারা তদন্ত চালিয়ে যাচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।