November 16, 2025 8:43 AM

printer

গ্রেটার নয়ডায় শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে বিশ্ব বক্সিং কাপ ফাইনাল আজ শুরু হচ্ছে। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।

গ্রেটার নয়ডায় শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে বিশ্ব বক্সিং কাপ ফাইনাল আজ শুরু হচ্ছে। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। ব্রাজিল, পোল্যান্ড এবং কাজাকাস্তানে অনুষ্ঠিত তিনটি বিশ্বকাপ পর্বের পর বক্সিং কাপ সিরিজ ২০২৫-এর সিজন ফাইনাল এই টুর্নামেন্ট। ইভেন্টে ১৮টি দেশের ১৩০ জন বক্সার অংশ নেবেন, যার মধ্যে ২০টি বিভাগের প্রতিটিতে বছরের সেরা ৮ জন বক্সার থাকবেন।

ভারতীয় বক্সাররা ২০টি বিভাগেই প্রতিযোগিতা করবে। মিনাক্ষী, নিখাত জারিন, জেসমিন এবং সাইতি বুরার মতো বিশ্ব চ্যাম্পিয়নরা দেশের প্রতিনিধিত্ব করতে মাঠে নামবেন।

অন্যদিকে, পুরুষদের বক্সিংয়ে ভারতের অভিনাশ জামওয়াল এবং হিতেশের পদক জয়ের সম্ভাবনা রয়েছে।