April 2, 2025 1:16 PM

printer

গ্রীষ্মকালীন মরসুমে পাঞ্জাবের ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ ভ্রমণের সময়সূচীর আজ থেকে রদবদল করা হয়েছে।

গ্রীষ্মকালীন মরসুমে পাঞ্জাবের ঐতিহাসিক জালিয়ানওয়ালাবাগ ভ্রমণের সময়সূচীর আজ থেকে রদবদল করা হয়েছে। সরকারী সূত্রে জানা গেছে, এই ঐতিহাসিক স্থানটি সকাল সাড়ে ছটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত জনসাধারণের দর্শনের জন্য খোলা থাকবে। লাইট এবং সাইন্ড শো পাঞ্জাবী ভাষায় সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত এবং হিন্দিতে সাতটা ৪৫ থেকে রাত ৮ টা ১৫ পর্যন্ত প্রদর্শিত হবে ভারত ও পাকিস্তানের মধ্যে আট্টারি-ওয়াঘা যৌথ চেকপোস্টে রিট্রিট সেরেমনির সময়েরও পরিবর্তন হয়েছে। অনুষ্ঠানটি শুরু হবে বিকাল সাড়ে ৫ টায়।