মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 15, 2025 8:09 PM

printer

গ্রিসের এথেন্সে ISSF বিশ্ব শটগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপের ট্র্যাপ ইভেন্টে আজ ছ’জন ভারতীয় শ্যুটার যাত্রা শুরু করবেন।

গ্রিসের এথেন্সে ISSF বিশ্ব শটগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপের ট্র্যাপ ইভেন্টে আজ ছ’জন ভারতীয় শ্যুটার যাত্রা শুরু করবেন। নীরু ধান্দা, অসীমা অহলাওয়াত ও কীর্তি গুপ্তা মহিলাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। অন্যদিকে, জোরাভার সিং সান্ধু, ভিভান কাপুর ও ভবনীশ মেন্দিরাত্তা পুরুষদের বিভাগে অংশগ্রহণ করবেন।

যোগ্যতা অর্জন পর্বের খেলা শেষ হবে শুক্রবার।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।