গ্রিসের এথেন্সে ISSF বিশ্ব শটগান শ্যুটিং চ্যাম্পিয়নশিপের ট্র্যাপ ইভেন্টে আজ ছ’জন ভারতীয় শ্যুটার যাত্রা শুরু করবেন। নীরু ধান্দা, অসীমা অহলাওয়াত ও কীর্তি গুপ্তা মহিলাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। অন্যদিকে, জোরাভার সিং সান্ধু, ভিভান কাপুর ও ভবনীশ মেন্দিরাত্তা পুরুষদের বিভাগে অংশগ্রহণ করবেন।
যোগ্যতা অর্জন পর্বের খেলা শেষ হবে শুক্রবার।