গ্রামীণ পরিকাঠামো ক্ষেত্রে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আজ ২৫ বছর পূর্তি হয়েছে। ২০০০ সালের ২৫ শে ডিসেম্বর সারা দেশের সড়ক সংযোগ বিহীন গ্রামগুলিতে রাস্তা তৈরির জয় এই কর্মসূচী চালু করা হয়েছিলো। পরবর্তী সময়ে গ্রামাঞ্চলে কৃষির উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, পরিষেবা প্রদান এবং দারিদ্য দূরীকরণের ক্ষেত্রে এই কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ২০০০ সালে এই প্রকল্প চালু হওয়ার পর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় সাড়া দেশে ৭ লক্ষ ৮৭ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মিত হয়েছে। চলতি বছরেই এই পরিমাণ ৮ লক্ষ ২৫ হাজার কিলোমিটার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য প্রায় ১৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।